মঙ্গলবার ১৭ জুন ২০২৫ - ১৫:৪৬
বর্তমানে বিশ্বের সব থেকে ভয়াবহ ঘটনা চলমান ইরান-ইসরাইল যুদ্ধ

বর্তমানে বিশ্বের সব থেকে ভয়াবহ ঘটনা চলমান ইরান-ইসরাইল যুদ্ধ। যুগে যুগে বনী ইসরাইল তথা ইহুদীজাতি আল্লাহর মনোনীত নবী রাসুলগণকেই হত্যা করেনি-এই অবাধ্য জাতি মানবতার শত্রু।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

বিসমিল্লাহির রাহমানির রাহিম


সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনা, বাংলাদেশ-এর পক্ষ থেকে বিবৃতি

বর্তমানে বিশ্বের সব থেকে ভয়াবহ ঘটনা চলমান ইরান-ইসরাইল যুদ্ধ। যুগে যুগে বনী ইসরাইল তথা ইহুদীজাতি আল্লাহর মনোনীত নবী রাসুলগণকেই হত্যা করেনি-এই অবাধ্য জাতি মানবতার শত্রু। জুলুম, মিথ্যাচার, চক্রান্ত, ওয়াদাভঙ্গ, নিরীহ মানুষকে হত্যা করা সহ এমন কোন শয়তানী দুষ্কর্ম নাই যা তারা করে নাই। আল্লাহ তাদের এই পাপাচারের কারণে পূর্ব যুগে গজব দিয়ে শুকর বা বানরের পরিণত করার পরেও কোন শিক্ষা হয় নাই। যেকারণে তারা ফিলিস্তিন তথা গাজা দখল করে তাদের মাটি থেকে উচ্ছেদ করে এবং হত্যা করে নাফরমানির শয়তানী ঢেকুর তুলে সর্বশেষ ১৩-০৬-২০২৫ তারিখ পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম শান্তিকামী ঐতিহ্যময় ইরান দেশের উপর আক্রমণ করে শুরু করেছে ইতিহাসের সব থেকে নিকৃষ্ট যুদ্ধ।
আমরা ইসলামী ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। যায়নবাদী ইসরাইলের দ্বারা সকল নিয়ম-নীতি ও জাতিসংঘের নিষেধ উপেক্ষা করে বর্বারোচিত হামলা করে যাচ্ছে। আল্লাহ তাদের উপর অতিসত্বর গজব নাজিল করে ধ্বংস করে দিক। সত্যপন্থী ইরানের এই যুদ্ধকে কেন্দ্র করে অতিসত্ত্বর মুসলিম বিশ্ব এক হয়ে জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জেহাদ চালিয়ে আল্লাহ বিজয় দান করেন এই হোক আমাদের দোয়া ও প্রত্যাশা। আল্লাহ হাফেজ।


মাওলানা ইব্রাহীম ফয়জল্লাহ
সভাপতি
সম্মিলিত ওলামায়ে কেরাম
খুলনা, বাংলাদেশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha